জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ঐক্যের বিষয়ে আমরা সতর্ক রয়েছি, ঐক্য যেন না থাকে সেই জন্যই ঐক্য বিনষ্টের একটি পক্ষ বক্তব্যগুলো দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে যে একটি সাধারণ নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য সাধারণ মানুষ অপেক্ষা করছে, কখন সাধারণ নির্বাচন হবে। সেই সাধারণ নির্বাচনকে বিলম্ব করতে নানা বক্তব্য, প্রপাগণ্ডা, বিভাজনের রাজনীতি চলছে, যেগুলো অতীতে আওয়ামী লীগ করেছে, আমরা এরকম রাজনীতি চাই না।
আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে আলোকিত নাগরিক সমাজের আয়োজনে আলোকিত প্রজন্ম অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষ ভোট দিতে না পারার কারণেই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। ২০১৪, ১৮ ও ২৪ এর নির্বাচনে মানুষ যদি ভোট দিতে পারতো, তাহলে ৫ আগস্টের গণঅভ্যুত্থান ঘটতো না। সুতরাং গণঅভ্যুত্থান তৈরি হয়েছে ২০১৪, ১৮ ও ২৪ এ মানুষ সংক্ষুব্ধ ছিল, তরুণরা জীবন দিয়ে গণঅভ্যুত্থান সফল করেছে। ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে ২০১৮ সালে সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের শিকার হতে হয়েছে। আওয়ামী লীগ এ অঞ্চলে মানুষের উপর ব্যাপক নির্যাতন করেছে।
অনুষ্ঠানে আলোকিত নাগরিক সমাজের সভাপতি মিজান বিন মজিদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আবদুল্লাহর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট এবিএম জাকারিয়া, কৃষক দল নেতা এডভোকেট পলাশ, স্থানীয় বিএনপি নেতা মো. ফারুক ও বশিরসহ অনেকেই উপস্থিত ছিলেন।
পরে আলোকিত প্রজন্ম অনলাইন কুইজ প্রতিযোগিতায় ২ হাজার ২৯৯জন প্রতিযোগী শিক্ষার্থীর মধ্যে ১০১ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বিডি প্রতিদিন/আরাফাত