গোমতী নদীর কুমিল্লার বুড়িচং অংশে নিখোঁজের ৪ ঘণ্টা পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর এলাকার গোমতী নদীতে নিখোঁজের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, এতবারপুর দক্ষিণপাড়া লাকি বাড়ি গ্রামের মৃত ছোরত আলীর ছেলে আবু ইউসুফ ও তার ভাই হুমায়ূন কবির মঙ্গলবার ভোরে গরুর জন্য ঘাস কাঁটতে গোমতী নদীর অপর প্রান্তে শ্রীপুরের চরে যায়। দুই ভাই ঘাস কাটা শেষে বস্তায় ভরে নদী পার হওয়ার জন্য পানিতে নামে। হুমায়ূন কবির নদীর কিনারে এসে আরেক ভাইকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় লোকজনকে একত্রিত করে নদীতে জাল ফেলে খোঁজাখুঁজি করেন। বুড়িচং থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে নিখোঁজের সন্ধানে নদীতে নামে। অনেক খোঁজাখুজির পর নিখোঁজ হওয়া স্থানে আবু ইউসুফের মরদেহ ও ঘাসের বস্তা উদ্ধার করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, দুই ভাই ঘাস কাটতে নদী পার হন। ফেরার সময় একজন ডুবে যান। সাড়ে ১১টায় নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে।
বিডি প্রতিদিন/এএম