নির্বাচনের বিষয়ে একটা ধোঁয়াসার সৃষ্টি করা হচ্ছে। নির্বাচনের সঙ্গে সংস্কারের কোন বৈরিতা নেই। নির্বাচন এবং সংস্কার একসঙ্গে চলতে পারে এবং এটাই হওয়া উচিত বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
তিনি বলেন, ছাত্র-জনতার অঅভ্যুত্থানের একমাত্র ম্যান্ডেট হচ্ছে সংস্কার। সংস্কারটা করবে বলেই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ ভোলার চরফ্যাশন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষে চরফ্যাশন উপজেলার নিহত শহীদ ও আহতদের স্মরণে উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পথসভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সামান্তা শারমিন বলেন, আওয়ামী লীগ সাউথ এশিয়ার সবচাইতে বড় সন্ত্রাসী দল। এর বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে। আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে করা যাবে না।
সামান্তা আরও বলেন, গত ১৫ বছর সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ দেশে যে হত্যাকাণ্ড চালিয়েছে তার বিচার হওয়ার আগ পর্যন্ত দেশে কোন নির্বাচনের বন্দোবস্ত মেনে নেবে না গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিপ্লবী ছাত্র জনতা। সংস্কার ও নির্বাচনের মধ্যে বৈরিতা নেই। জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে সংস্কার। সংস্কার করবে বলেই অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা চাচ্ছি তিনটি অবৈধ নির্বাচনের পর আর যেন কোন প্রশ্নবিদ্ধ নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করা না হয়। নির্বাচন সংশ্লিষ্ট যতগুলো পক্ষ ও প্রতিষ্ঠান আছে তার উল্লেখযোগ্য সংস্কার শেষে নতুন নির্বাচন দিতে হবে। আর তা যদি না হয় তাহলে আমরা মনে করবো এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে এবং নির্বাচনের মধ্য দিয়ে আগের মতো শুধু ক্ষমতার পালা বদল হবে। কিন্তু ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান ক্ষমতার পালা বদলের জন্য নয়।
এসময় জাতীয় নাগরিক পার্টির তেজগাঁও অঞ্চলের প্রধান সমন্বয়কারী সাহাদাত খন্দকার মঞ্জু, হাসান মাহমুদ, লোকমান হোসেন, রাসেল, অহিদ ফয়সাল, আমজাদ হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত