পিরোজপুর শহরের কাপুড়িয়া পট্টি থেকে দুই নারী চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
বৃহস্পতিবার দুপুরে কাপুড়িয়া পট্টির শ্রী গুরু ওড়না হাউজ নামক একটি দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পূর্ব সরালিয়া গ্রামের আলমগীর সেখের মেয়ে সেলিমা আক্তার (২৫) ও শ্রাবন্তি আক্তার ওরফে বুড়ি (১৯)।
স্থানীয় ব্যবসায়ী ও সদর থানা সূত্রে জানা গেছে, সেলিমা আক্তার ও শ্রাবন্তি আক্তার ওরফে বুড়িসহ আরো ৪/৬ জনের একটি চক্র ঈদের কেনাকাটা করতে আসা মহিলাদের টার্গেট করে তাদের ব্যানিটি ব্যাগ কাটাসহ সুকৌশলে ব্যাগ থেকে টাকা নিয়ে যায়।
বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা সদরের পৌর বাজারে কেনাকাটা করতে আসা রাজিয়া আক্তার নামে এক মহিলার ব্যানিটি ব্যাগ কেটে মহিলা চোর চক্রের সদস্যরা টাকা নিয়ে যায়। পরবর্তীতে রাজিয়া আক্তার ও তার সাথে লোকজন স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় চোর চক্রের সদস্য সেলিমা আক্তার ও শ্রাবন্তি আক্তার ওরফে বুড়িকে ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। উক্ত চোর চক্রের সদস্যরা এদিন বাজারে আসা রওশন আরা আক্তার নামে এক গৃহবধূর ব্যাগ থেকে সুকৌশলে এবং হাজেরা বেগম নামে অপর এক মহিলার ব্যাগ থেকে টাকা নিয়ে যায় বলেও অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী রাজিয়া আক্তার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ