পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙামাটিতে ভ্রাম্যমাণ ট্রাকে করে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ৫টি স্থান- রাঙামাটি শাহ বহুমুখী উচ্চবিদ্যালয়, রাঙামাটি পাবলিক কলেজ মাঠ, রাঙামাটি সরকারি কলেজ মাঠ, মিলন বিহার এলাকা ও ভেদভেদী এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় স্থানীয় নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভ্রাম্যমাণ ট্রাক থেকে টিসিবির পণ্য সংগ্রহ করেন। সাধারণ মানুষের সুবিধার্থে টিসিবির মাধ্যমে দেওয়া হয় চিনি, মসুর ডাল, ভোজ্য তেল ও ছোলা। প্রতি কেজি চিনির দাম রাখা হয় ৭০ টাকা, মসুর ডাল ৬০ টাকা, ভোজ্য তেল ১০০ টাকা ও ছোলা ৬০ টাকা দরে।
রমজান মাসে সাশ্রয়ী মূল্যে পণ্য পেয়ে খুশি স্থানীয়রা।
বিডিপ্রতিদিন/কবিরুল