ঘড়ির কাটায় তখন ঠিক ১২টা ১০ মিনিট। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকায় এক নারী হঠাৎ চিৎকার করতে করতে একটি চলন্ত মোটরসাইকেলের পিছু ছুটলেন। আশপাশের অনেকে বিষয়টি দেখে তাকেও অনুসরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরের দিকে সদর রোড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে এক নারী মোবাইল ফোনে কথা বলছিলেন। ঠিক তখনই একটি দ্রুতগামী মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী তার হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। আকস্মিক এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন ওই নারী। তিনি ‘চোর চোর’ বলে চিৎকার করে ছিনতাইকারীদের নেন কিন্তু তাদের ধরা সম্ভব হয়নি।
তবে ওই নারীর পরিচয় জানা যায়নি এবং ঘটনাটি থানা পুলিশকেও জানায়নি ভুক্তভোগী।
স্থানীয়রা জানান, কলাপাড়ায় সাধারণত ছিনতাইয়ের ঘটনা খুব বেশি ঘটে না। তবে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন। অনেকের ধারণা, হয়তো কলাপাড়ায়ও কোনো সংঘবদ্ধ চক্র সক্রিয় হয়ে উঠছে। এজন্য তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন এবং প্রশাসনের কঠোর নজরদারি ও জননিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ঘটনাটি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারলাম। সেখানে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ছিনতাইকারীরা হেলমেট পরিহিত অবস্থায় ছিল। আমরা ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং বিষয়টি তদন্ত করছি। তবে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল