গাইবান্ধায় তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার দুপুরে গাইবান্ধার জুডিশিয়াল চতুর্থ আদালতের বিচারক হাসিবুজ্জামান মামলাটি নথিজাত ঘোষণা করে তিন সাংবাদিককে অব্যাহতির আদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ২০২২ সালের ১৯ এপ্রিল গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর খবর দৈনিক মানবজমিন, আনন্দ টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়। এতে ক্ষুদ্ধ হয়ে চেয়ারম্যানের জামাতা এএসএম আশরাফুল ইসলাম বাদী হয়ে তৎকালীন দৈনিক মানবজমিন পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল (বর্তমানে দৈনিক যুগান্তর), আনন্দ টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি মিলন খন্দকার ও সাংবাদিক রবিন সেনের বিরুদ্ধে গাইবান্ধার আমলি আদালতে মামলা দায়ের করেন।
মামলাটি দীর্ঘদিন চলার পর এটি একটি সাজানো ও ষড়যন্ত্রমূলক বলে আদালতে প্রমাণিত হয়েছে। এ প্রেক্ষিতে আজ বুধবার গাইবান্ধা জুডিশিয়াল চতুর্থ আদালতের বিচারক মামলাটি খারিজ করে দেন।
বিডি প্রতিদিন/এমআই