গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চর এলাকার নারীদের জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণ ও কার্যকর ব্যবস্থাপনার দাবিতে গণজমায়েত কর্মসূচি পালিত হয়েছে। গণজমায়েতে প্রায় ২০০ জন বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফজলুপুর চরে "মানুষের জন্য ফাউন্ডেশন"-এর সহায়তায় এবং এসকেএস ফাউন্ডেশন-এর বাস্তবায়নে "কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্প"-এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য দেন ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী, উপজেলা জিকা কমিটির সদস্য শাহিন আলম, স্থানীয় শেখ ফরিদ, ফারজানা আক্তার, বাসেদ মিয়া, নারী দলের সদস্য সাজেদা বেগম ও ইয়ারন বেগম প্রমুখ।
বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ চরাঞ্চলে নারী ও শিশুদের জন্য আলাদা নিরাপদ আশ্রয়কেন্দ্র নেই। বন্যার সময় কৃষিজমি তলিয়ে যায়, গবাদি পশু নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় চরাঞ্চলের মানুষকে। এ সময় স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ও নিরাপত্তার অভাবে গর্ভবতী নারী, কিশোরী ও শিশুরা চরম বিপাকে পড়েন। তাই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণ এখন সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, প্রতিবার বন্যার সময় বাড়ির চারপাশ ও ঘরে পানি জমে যায়, ফলে পরিবারগুলোকে টিনের চালায় আশ্রয় নিতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে নারী ও কিশোরীদের জন্য উপযোগী নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/আশিক