চকরিয়া উপজেলায় টিসিবির পণ্য বিতরণে ফের অনিয়মের অভিযোগ উঠেছে। কাকারা ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের খাদ্য টিসিবির পণ্য বিতরণের সিডিউল ছিল গতকাল মঙ্গলবার পরিষদের মাঠে। নিয়ম অনুযায়ী টিসিবির ডিলার নিউ আব্দুল্লাহ সন্স সকাল থেকে স্মার্ট কার্ডধারীদের মাঝে পণ্য বিতরণ করে। কাকারা ইউনিয়নে ১২৫২ জনের বিতরণের কথা থাকলেও মাত্র পাঁচশতাধিক বিক্রি করে। অবশিষ্ট পণ্য থেকে স্থানীয় কাকারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম একাই ৫০-৬০ জনের পণ্য নিয়েছেন বলে মুঠোফোনে নিশ্চিত করেন। চেয়ারম্যান আরো বলেন, বিতরণের পর অবশিষ্ট ছিল, সেখান থেকে নিয়েছি।
এইব্যাপারে অভিযুক্ত টিসিবির ডিলার নিউ আব্দুল্লাহ সন্সের মালিক ওয়াহিদুর রহমানের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে পরে কথা বলবো কল কেটে দেন।
টিসিবির টেগ অফিসার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, অনিয়ম হলে জড়িত ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান বলেন, টিসিবির স্মার্ট কার্ড ছাড়া কোনোভাবে পণ্য দেয়ার সুযোগ নাই। আমি খতিয়ে দেখবো, অনিয়ম হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ