চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘দুনিয়ার কোনো উদ্দেশ্যে নিয়ে চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা করা হয়নি। পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই এই মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন।’
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) তিনদিন ব্যাপী ফাল্গুন মাহফিলের উদ্বোধনী বয়ানে তিনি এসব কথা বলেন। এদিন বাদ জোহর চরমোনাই মাদরাসার মূল মাঠ সহ ৫টি মাঠ নিয়ে নিয়ে শুরু হয় এ মাহফিল।
মাহফিলে নতুন আসা মুসুল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল-ধ্যান অন্তরে জায়গা দেন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব ভাব বের করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করে দিতে হবে। সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে দিলকে তরতাজা রেখে আল্লাহর ওলী হয়ে চরমোনাই থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিতে হবে।
উদ্বোধনী বয়ান শেষে মাহফিলের নিয়ম-কানুন সম্পর্কে বিশদ বর্ণনা করেন চরমোনাই পীর।
প্রতি বছর আয়োজিত ফাল্গুন মাসের বার্ষিক এ মাহফিলের আখেরী মোনাজাত হবে ২২ ফেব্রুয়ারি সকাল ৮ টায়। মাহফিলে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে মুসল্লীদের কয়েক হাজার হালকায় বিভক্ত করে হাতে-কলমে সালাত ও ইসলামের বুনিয়াদি বিষয়ে বাস্তব প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়াও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/জামশেদ