গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের ক্ষতিপূরণ, গণহত্যার বিচারসহ সামগ্রিক প্রেক্ষাপটে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদ। আজ বুধবার দুপুর ১২টার দিকে নতুন বাজারস্থ গণঅধিকার পরিষদের জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মো. মিজানুর রহমান। এছাড়াও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে যারা আহত ও নিহত হয়েছে তাদের আর্থিক সহযোগিতাসহ চিকিৎসা নিশ্চিত করতে হবে। স্বৈরাচারীর দোসরদেরসহ শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে বিচার করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
বিডি প্রতিদিন/জামশেদ