বরিশালে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে চরমোনাইয়ের ফাল্গুন মাসের বার্ষিক ওয়াজ মাহফিল। এদিন জোহরের নামাজের পর চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের বয়ানের মাধ্যমে শুরু হবে তিনদিন ব্যাপি এ মাহফিল।
আগামী ২২ ফেব্রুয়ারি সকাল আটটায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে মাহফিল। মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুইশ একরের বেশি জায়গায় পাঁচটি প্যান্ডেল তৈরি করা হয়েছে। এছাড়াও মুসুল্লিদের চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুরে একশ শয্যার মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম রহমাতুল্লাহ হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মুসুল্লিরা সড়ক ও নৌপথে মাহফিল মাঠে জড়ো হয়েছেন। এ বছরের মাহফিলে সৌদি আরব, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মরক্কো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সুদান, ফিলিস্তিন সহ আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্বদের মাহফিলে অংশ নেয়ার কথা রয়েছে। তিন দিনে মোট ৭টি মূল বয়ানসহ দেশ-বিদেশের উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন।
মাহফিলের দ্বিতীয় দিনে দেশের শীর্ষ উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং তুরস্ক, ইন্দোনেশিয়ার ইসলামী নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।মাহফিলের তৃতীয় দিনে ছাত্র গণজামায়েত অনুষ্ঠিত হবে। সেখানে দেশের শীর্ষ বুদ্ধিজীবীসহ আরবের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছে আয়োজক কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/জামশেদ