জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী।
জেলা জামায়াতের আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমির মাওলানা এনামুল হক। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মোক্তারপাড়া মসজিদ হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। পরে মিছিলটি জয়নগর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/মুসা