বাংলাদেশ রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শহরের রাজাঝির দিঘীর পাড়স্থ জেলা ইউনিটের কার্যালয় প্রাঙ্গনে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের সেক্রেটারি এডভোকেট পার্থ পাল চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য আ. ন.ম আব্দুর রহীম, মো. একরামুল হক, কামরুজ্জামান মজুমদার, ডা. জিয়া উদ্দিন লাবিম, যুব রেড ক্রিসেন্ট ফেনীর প্রধান সামশুল আরেফিন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন স্কুল, মাদ্রাসা, এতিমখানার শিক্ষার্থী উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল