রংপুরে ডেভিল হান্ট অপারেশনে ৯ দিনে গ্রেফতার হয়েছে ২৯৫ জন। রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে ‘অপারেশন ডেভিল হান্টে’ ৯ দিনে মহানগরসহ রংপুর রেঞ্জে ২৯৪ জনকে গ্রেফতার করা হলো।
সোমবার দুপুরে দুপুরে গঙ্গাচড়া উপজেলায় সাইদুর রহমান মনা নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, ভয়ভীতি প্রদর্শন, হত্যা, হত্যা চেষ্টাসহ নাশকতার পরিকল্পনা এবং অর্থ যোগান দেওয়ার অভিযোগ আছে। এরা সবাই আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের নামে একাধিক মামলা রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কোতোয়ালি থানার সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের কেয়ারটেকার আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মো. আমিনুল ইসলাম বলেন, রেঞ্জের আওতাধীন আট জেলার মধ্যে কুড়িগ্রামে ১৭, দিনাজপুরে ৭, লালমনিরহাটে ৬, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে ৫ জন করে এবং রংপুর নীলফামারী ও গাইবান্ধায় একজন করে গ্রেফতার হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ