রাজধানী ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী বাস গ্রীণ ভিউ'র চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক স্কুলছাত্র দ্বীপ কর্মকার (১৫) নিহত হয়েছে।
আজ শনিবার বিকাল ৪টার দিকে সুবধখালীর ঝাটিবুনিয়ায় এ ঘটনা ঘটে।
এসময় মোটরসাইকেল চালক দ্বীপ ঘটনাস্থলেই নিহত হয়। দ্বীপের বাবা সুনীল কর্মকার বরগুনা পৌরসভার বাজার সড়কে স্বর্ণ ব্যবসায়ী।
নিহত দ্বীপকে স্থানীয়রা উদ্বার করে সন্ধ্যায় বরগুনা হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনার পর দ্রুত চালক বাসটি নিয়ে বরগুনা চলে যায়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থল যেহেতু বাকেরগঞ্জ উপজেলার মধ্য পড়েছে, আইনগত ব্যবস্থা বাকেরগঞ্জ থানা গ্রহণ করবে।
বিডি প্রতিদিন/হিমেল