গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণা ও সামগ্রিক উন্নয়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা শহরের চৌমাথা এলাকায় পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সাদুল্লাপুর উপজেলা শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য ছাড়াও সাধারণ জনতা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
এতে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হাসান সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক মাসুদ মিয়া, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম আকাশ, জাতীয় নাগরিক কমিটি সদর উপজেলা প্রতিনিধি কমিটির সদস্য রাশেদল ইসলাম জুয়েল, সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি কমিটির সদস্য এ আর আতিক প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার পর প্রথম ও দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা পৃথক স্বতন্ত্র সংসদীয় আসন ছিল। মহকুমাগুলোকে জেলায় রূপান্তরের সময় ১৯৮৪ সালে বৃহত্তর রংপুর জেলাকে ভেঙে পাঁচটি জেলায় (নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা) ভাগ করার সময় গাইবান্ধা-৩ আসনটি গঠিত হয়। সেসময় গাইবান্ধা-৩ আসনটি জেলার সাদুল্লপুর উপজেলা ও পলাশবাড়ী উপজেলা নিয়ে গঠিত হয়। এটি জাতীয় সংসদের ৩১ নং আসন। সংসদীয় আসন গঠনের পর তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ১৯৮৬ সালের ৭ মে প্রথমবার গাইবান্ধা-৩ আসন হিসেবে নির্বাচন অনুষ্ঠিত হয় এই আসনে। এরপর থেকেই কমতে থাকে বরাদ্দ। এতে করে বেকার সমস্যা বৃদ্ধিসহ থমকে যায় উপজেলার উন্নয়ন। তাই আবারও সাদুল্লাপুর উপজেলাকে আবারও স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণার দাবি জানান বক্তারা। সেই সাথে কৃষিভিত্তিক ইপিজেড নির্মাণ, ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় দরগাহ থেকে সাদুল্লাপুর উপজেলা হয়ে গাইবান্ধা জেলা শহর পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ, পাইপলাইনে গ্যাসসংযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০০ শয্যায় উন্নীতকরণ, বন্যায় ফসল রক্ষায় ঘাঘটসহ অন্যান্য নদীর দুই পাড়ে সম্পূর্ণ বাঁধ নির্মাণ, ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের ধাপেরহাটে ট্রমা হাসপাতাল নির্মাণ, সাদুল্লাপুর-তুলসীঘাট রাস্তার প্রস্থ বৃদ্ধিকরণসহ বিভিন্ন দাবি জানানো হয় কর্মসূচিতে।
এতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার যুগ্ম আহবায়ক শাকিল শেখ, সংগঠক মেহেজাবিন জিম, জাতীয় নাগরিক কমিটি সাদুল্লাপুর উপজেলা শাখার সদস্য তোফায়েল জাকির, মোস্তাফিজুর রহমান, রওশন আলম পাপুল, সাঘাটা উপজেলা প্রতিনিধি কমিটির সদস্য মাহামুদ মোত্তাকিম মন্ডল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ