পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস হলেও বিক্রি নেই বগুড়ার ফুলের বাজারে। গত কয়েক বছর যাবৎ স্থানীয় ব্যবসায়ীরা ভালোবাসা দিবসকে কেন্দ্র করে জেলায় কোটি টাকার ফুল বিক্রি করতেন। অথচ এবার তাদের দোকানে আশানুরুপ ফুল বেচা-কেনা নেই। ফলে বিপাকে পড়েছেন তারা।
ব্যবসায়ীরা বলছেন, পবিত্র শবে বরাত হওয়ায় ভালোবাসা দিবসে ধর্মপ্রাণ যুবক-যুবতীরা ঘর থেকে বের হয়নি। তাই ফুল ব্যবসায়ীদের দোকানে বেচা-কেনাও কম।
জানা যায়, প্রতি বছর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বগুড়ার ফুল ব্যবসায়ীরা লাভের আশায় বিভিন্ন জেলা থেকে ফুল নিয়ে আসেন বিক্রির জন্য। দিবসটিকে ঘিরে আগে থেকেই প্রস্তুতি নেন তারা। এবার দোকানে ভরপুর ফুল থাকলেও ক্রেতা নেই। পবিত্র শবেবরাত হওয়ায় ধর্মপ্রাণ যুবক-যুবতীরা ঘর থেকে বের হয়নি। যে কারণে ফুল মার্কেটে বেচা-কেনাও কম। গত বছর ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে ফুল দোকানে ভিড় জমান তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষেরা। বিশ্ব ভালোবাসা দিবসকে রাঙাতে নানা আয়োজনে মেতে উঠেন তারা। ফুল, শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশের বড় মাধ্যম। তাই যুগে যুগে নানা প্রজাতির ফুল মানুষের কাছে অতি প্রিয়। সেই প্রিয় ফুল এখন দ্বিগুণ হারে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। ভালোবাসার দিবসে ফুল দেয়া-নেয়ার মধ্য দিয়ে চলে ভালোবাসার আদান-প্রদান। লাল-হলুদ-বেগুনি গোলাপ, ডালিয়া, ডায়ানথাস, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, জারবেরা, গাদাসহ নানা ফুল শোভা পায় মানুষের হাতে, কিশোরী-তরুণীদের খোঁপায় কিংবা মাথায়। কিন্তু এ বছর দেখা গেছে ভিন্ন চিত্র। কিশোরী-তরুণীদের খোঁপায় দেখা মেলেনি ভালোবাসার ফুল।
শুক্রবার বগুড়া ফুল মার্কেট ঘুরে দেখা যায়, ফুল মার্কেটে ক্রেতাদের ভিড় নেই। ব্যবসায়ীরা মুখ চেয়ে বসে আছেন ক্রেতাদের আশায়। সারি সারি বিভিন্ন ধরণের ফুল সাজিয়ে রাখা হলেও কেনার লোক নেই। হাতে গোনা দু’একজন আসলেও দাম শুনে আর কিনছেন না। অন্যান্য দিনের চেয়ে ভালোবাসা দিবসে ফুলের দাম বেশি হয়ে থাকে।
এদিকে সারা বছরই বগুড়ার বাজারে প্রায় ৫ কোটি টাকার ফুল বেচাকেনা হয়ে থাকে। দিন যতই যাচ্ছে বগুড়ায় ফুলের চাহিদা বেড়েই চলছে। কিন্তু বিশ্ব ভালোবাসা দিবসটি পবিত্র শবেবরাতের দিনে হওয়ায় ভাটা পড়েছে ফুল বিক্রিতে।
বগুড়া ফুল মার্কেটের ফুল ব্যবসায়ী রমজান আলী জানান, প্রতি বছর ভালোবাসা দিবসকে ঘিরে কোটি টাকার ফুল বিক্রি হতো। কিন্ত এবার তার ব্যতিক্রম। বেচা-কেনা শূন্যের কোঠায়।
তিনি বলেন, প্রায় দেড় লাখ টাকা গোলাপ, থাই গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, গাদা ফুল, জিপসি, কামিনি পাতা, চন্দ্রমল্লিকা, কম্পোন, রড স্টিক কিনেছি। বেশি দামে ফুল কিনে এখন বিক্রি করতে পারছি না।
ফুল কিনতে আসা এক যুবক জানান, বিশ্ব ভালোবাসা দিবসে পরিবারের জন্য ফুল কিনেছি। ফুলের দাম অনেক বেশি। একটি থাই গোলাপ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। যা অন্য সময়ে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হত।
বিডি প্রতিদিন/জামশেদ