দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে চুয়াডাঙ্গায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার দ্বীননাথপুর গ্রামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আবির হাসান (১৯), আলমডাঙ্গা উপজেলার আঁইলহাস ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন (৫৫) ও সাধারণ সম্পাদক আতিয়ার রহমান (৫০), দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী নাসিরুল ইসলাম (২৭), জীবননগর উপজেলাপর কেডিকে ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জহির হক (৪১) এবং দর্শনা থানার দর্শনা পৌর এলাকার ৫ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি সোহেল রানা (৩৫)।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার পাঁচটি থানায় দায়েরকৃত বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ