কক্সবাজারে লোকালয়ে এসে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। কক্সবাজারের উত্তর বনবিভাগের আওতাধীন চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া আবুলের ঘোনার রিংভং রিজার্ভ এলাকা থেকে হাতির মরদেহটি উদ্ধার করা হয়।
বুধবার সকাল ৭টায় এ মরদেহ উদ্ধার করে বনবিভাগ।
উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন জানান, আনুমানিক ৪৫ বছর বয়সী হাতিটি রাতে মারা যেতে পারে। তবে সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
বনবিভাগ সূত্র জানায়, ফাঁসিয়াখালীর ঘুনিয়া পাহাড়ের পাদদেশের একটি তামাক ক্ষেতের কিনারায় ভোরে হাতির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেখানে উৎসুক জনতা ভিড় জমায়। বন বিভাগকে জানালে বন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
স্থানীয়রা জানান, চকরিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে তামাক ক্ষেত রয়েছে। পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণ থেকে তামাক ক্ষেত রক্ষায় বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করছেন কৃষকরা। এ ধরনের ফাঁদে পড়ে হাতিটির মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই