ফেনীর পরশুরাম পৌর এলাকার মধ্যম বেড়া বাড়িয়া এলাকায় গভীর রাতে কবির আহম্মদ মাষ্টার নামে এক চালকের সিএনজি চুরি হয়েছে। সোমবার দিবাগত রাত আনুমানিক তিনটার সময় কবিরের নিজ বাড়ি থেকে সিএনজি চুরির ঘটনা ঘটে বলে জানায় তার ভাই প্রবাসী হাফেজ আহম্মদ।
তিনি বলেন, রাত দুইটা পর্যন্ত বাড়িতে বড় ভাই কবিরের সাথে কথা হয়, তখনও সিএনজি ঘরের সামনে ছিল। কিন্তুু তার ভাই রাত ৪.৩০ মিনিটের সময় উঠে দেখে ঘরের সামনে তার সিএনজিটা নেই। তখন তিনি চিৎকার করে কান্নাকাটি করলে বাড়ির লোকজন উঠে আসে।
এই বিষয়ে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ নরুল হাকিম জানান, গাড়ির মালিক কবির আহম্মদ থানায় অভিযোগ দিয়েছেন। সাথে সাথে আমরা সরজমিনে গিয়েছি, তদন্ত শুরু করছি। উদ্ধারের চেষ্টা চলছে। পরবর্তীতে সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল