পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আর্থ-সামাজিক উন্নয়নে অর্থনৈতিক সমৃদ্ধি অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
খাগড়াছড়িতে সোমবার দুপুরে পৃথক দুটি সভায় তিনি এ কথা বলেন। এর মধ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। এর আগে সদর উপজেলা সম্মেলন কক্ষে পরিষদের ভবন উদ্বোধন উপলক্ষে অপর এক সভা অনুষ্ঠিত হয়।
পার্বত্য উপদেষ্টা জেলা পরিষদ প্রসঙ্গে বলেন, পরিষদ গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটিও স্কিম কিংবা প্রজেক্ট আমার মন্ত্রণালয় দিতে পারেনি। অথচ জেলা পরিষদ শক্তিশালী প্রতিষ্ঠান, এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা সভায় বক্তারা তিন মাস অতিক্রান্ত হবার পরও জেলা পরিষদের জনবান্ধব কোনো কার্যক্রম নেই বলে অভিযোগ তুলে এ পরিষদ পরিবর্তনের দাবি জানান। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কোনো অভিযোগ থাকলে আমাকে জানান, আমরা ব্যবস্থা নেব।
আসন্ন রমজানে যেন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট সংকট তৈরি করতে না পারে সে লক্ষ্যে অভিযান জোরদারের নির্দেশ দেন তিনি।
আইন শৃঙ্খলা সভা ও উপজেলা ভবন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা , পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরোনা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, সেনা, বিজিবিসহ উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল