গাজীপুরের শ্রীপুরে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মিলন আহমেদ (৪৫), হালিম উদ্দিন (৬০), মেহেদী হাসান বাপ্পি (২৮), মজিবর রহমান (৫২), সজীব (২৭), আহম্মেদ হোসেন মোল্লা (৬৫), স্বপন (৩৮), আব্দুল্লাহ্ আল মামুন (৫৯), আবু ইউসুফ (২২) ও মোয়াজ্জেম হোসেন (৩৫) গ্রেফতারকৃতরা আওয়ামী লীগের নেতাকর্মী।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, শনিবার রাতভর অপারেশন ডেভিল হান্টের অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার ১০ জন আসামিকে গ্রেফতার করে রবিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএ