বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ নাকি আমাদের ঝুলিয়ে পেটাবেন। আমরা বলি, আপনারা যে সমস্ত বীরদের নিয়ে সিনেমা বানান, শত শত কোটি টাকা খরচ করে, ওইরকম বীর, যাদের সিনেমা দেখে আপনারা উদ্বুদ্ধ হন, সাহসী হন। ওইরকম বীর বাংলাদেশের পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায়, বাড়িতে-বাড়িতে জন্ম নেয়, আমাদের ভয় দেখাবেন না। তিনি বলেন, আপনাদের তো বড় বড় মেশিনগান আছে, অস্ত্র আছে, কিন্তু আমাদের দেহের ভিতরে আছে প্রাণ, তার ভিতরে আছে মেশিনগান, হাতে হয়তো নাই, কিন্তু এই আত্মার ভিতরে আছে মেশিনগান। তাই যদি বেশি বাড়াবাড়ি করেন, এখনো সময় আছে শেখ হাসিনাকে ফেরত দেন, তাকে সামলান, তাকে ফেরত দেন, নাহলে কিন্তু দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। শনিবার বিকালে জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মেলান্দহ উমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মেলান্দহ উপজেলা বিএনপি আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে উপজেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শরিফুল আলম, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ