টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় জ্বালানি কাঠ আনতে গিয়েই অপহৃত পাঁচ কৃষককে মুক্তিপণ নিয়ে ২দিন পর ছেড়ে দিয়েছে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সদস্যরা।
বাহারছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার হুমায়ুন কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড়ি স্বশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত ৫ জনকে ৩ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে হ্নীলা পশ্চিম পানখালীর পাহড়ের পাদদেশ হতে উদ্ধার করে স্বজনেরা নিয়ে আসে। এরা হলো, বাইন্ন্যা পাড়ার বাসিন্দা আব্দুল হকের পুত্র মারুফ উল্লাহ (১৮), মোহাম্মদ হাসানের পুত্র মোহাম্মদ কাইফ উল্লাহ (১৭), হামিদুল হকের পুত্র মোহাম্মদ ইসা (২৮), মৃত কালা মিয়ার পুত্র ইউসুফ উল্লাহ (৩০) এবং শফিউল আজমের পুত্র মো. আবুইয়া (২০)।
গত ৫ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টার দিকে বাহারছড়ার মাঠ পাড়া ও বাইন্ন্যা পাড়া এলাকার ১৫ জন লোক স্থানীয় পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহে যান। এক পর্যায়ে স্থানীয় চাকমা পাড়া সংলগ্ন এলাকার পূর্ব পাশের পাহাড়ি এলাকায় একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের জিম্মি করে।
বিডি প্রতিদিন/এএম