শেখ হাসিনার ভাগ্নে ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবনে ভাঙচুরের পর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে প্রথমে নগরীর কালি বাড়ি রোডে সেরনিয়াবাত ভবন ছাত্র-জনতা বুলডেজার দিয়ে ভেঙে দেয়। পরে তারা ভেতরে প্রবেশ করে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
সেরনিয়াবাত ভবনে আগুন ধরিয়ে দেওয়ার পর রাত দুইটার দিকে শত শত বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর নগরীর বগুড়া রোডে বাসভবনে হামলা চালিয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। পরে বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
আমির হোসেন আমুর এ বাড়িটি বরিশাল নগরীর হোয়াইট হাউজ নামে সবার কাছে পরিচিত ছিলো।
বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলেন, দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা বক্তব্য দিয়ে নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে এবং বিভিন্ন কর্মসূচি দিয়েছে। তার কর্মসূচির প্রতিবাদে ছাত্র-জনতা ভাঙচুর করেছে। দেশের সম্পদ লুট করা ফ্যাসিস্টদের অস্তিত্ব দেশ থেকে মুচে ফেলা হবে।
বিডি প্রতিদিন/নাজিম