আওয়ামী গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মাদারীপুরে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে গণঅধিকার পরিষদ (জিওপি) মাদারীপুর জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দুর্নীতি দমন ও মাদক বিষয়ক সম্পাদক নুর আলম মোল্লা। আরও উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি এস এন তারেক রহমান, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুজন, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি জিসান আহমেদ, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নাহিদ ইসলামসহ জেলার গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও একদলীয় ফ্যাসিস্ট শাসনব্যবস্থা কায়েমের মাধ্যমে গত ১৬ বছরের গুম, খুন, উন্নয়নের নামে লুটপাট, অর্থপাচারসহ মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ করেন।
বিডি প্রতিদিন/এমআই