টেকনাফে ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ২ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব ও বিজিবি। পৃথক অভিযানে মোটরসাইকেলসহ দুইজন কারবারিকেও আটক করা হয়েছে। এনিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। র্যাব ও বিজিবির দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র মতে, টেকনাফের উনচিপ্রাং এলাকায় অভিযান পরিচালনা করে ৮ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুইজন মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র্যাব-১৫। মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের উনচিপ্রাং এ চেকপোষ্ট স্থাপন করে তল্লাশীকালে দুইজন আরোহীকে আটক করে এবং হেফাজত হতে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ বোতল বিদেশী মদ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/হিমেল