বরগুনার পাথরঘাটায় পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন কাকচিড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন ফুয়াদ জোমাদ্দার।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মঙ্গলবার কাকচিড়া বাজারে মানববন্ধন হয়েছে।
কাকচিড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাসির সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুকসহ স্থানীয় বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ।
বক্তারা হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করে বলেন, কাকচিড়ায় যেখানেই আওয়ামী লীগের নেতাকর্মীদের পাওয়া যাবে, সেখানেই তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই