ফেনী জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি ঘোষণার পর সমালোচনা চলছে জেলার ক্রীড়ামহলে। ডিসির পাঠানো প্রস্তাবিত কমিটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কার বা কাদের ইন্ধনে জাতীয় ক্রীড়া পরিষদ এমন বিতর্কিত কমিটির অনুমোদন দিয়েছে, তা নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত ৯ সদস্যের কমিটি ঘোষণার পরই ধূম্রজাল সৃষ্টি হয় ফেনীতে। এ নিয়ে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাবেক খেলোয়াড়, ক্রীড়া সাংবাদিক, কোচ, ম্যানেজার, সংগঠক, ছাত্রসমাজ ও সচেতন মহলের ক্ষোভ।
ফেনীতে আওয়ামী দুঃশাসনামলে জর্জরিত ক্রীড়া অঙ্গনকে নতুনরূপে চালু করার জন্যই চলতি মাসের ৯ জানুয়ারি জেলা প্রশাসক সাইফুল ইসলাম ক্রীড়া পরিষদ বরাবর একটি প্রস্তাবিত কমিটি পাঠায়। যেখানে ডিসির পাঠানো ৭ সদস্যর মধ্যে মাত্র একজনের নাম আসে অনুমোদিত কমিটিতে।
জেলা প্রশাসক সাইফুল ইসলামের পাঠানো কমিটিতে সাবেক খেলোয়াড় জয়নাল আবেদীন ব্যতীত বাকি ছয়জনের নাম নিয়ে বিব্রত ক্রীড়া সংশ্লিষ্টরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রীড়া সংগঠক বলেন, ফেনীর ক্রীড়াঙ্গনে যাদের শ্রম রয়েছে, তাদের বাদ দিয়ে এই কমিটি অনুমোদন দেওয়া এক প্রকার জুলুমের শামিল। যেখানে ডিসির পাঠানো কমিটিই টিকল না, সেখানে এমন কমিটি কার মাধ্যমে হয়েছে, তা আমরা জানতে চাই। যারা দায়িত্ব পেয়েছে এখানে অনেকেই নতুন মুখ, তাদের কেউ চিনে না বলেও জানান এই সংগঠক।
নিয়মানুযায়ী ক্রীড়া সংস্থার কমিটিতে একজন ক্রীড়া সাংবাদিক থাকে। যেখানে জেলা প্রশাসকের পাঠানো প্রস্তাবিত কমিটি থেকে বাদ যায় সাংবাদিক ওমর ফারুক। এ বিষয়ে ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, আমার নাম যুক্ত করে একটি তালিকা পাঠানো হয়েছিল। তবে আজকের কমিটি দেখে অনেকটাই অবাক ও হতাশ হয়েছি। সাংবাদিক কোটায় যাকে কমিটিতে রাখা হয়েছে, তাকে কখনো ঠিকভাবে দেখেননি বলেও জানান ফারুক।
এমন বিতর্কিত কমিটি অনুমোদনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সমালোচনার ঝড় ওঠে। সামাজিক সংগঠন শুভসংঘের ফেনী জেলা সভাপতি জসিম ফরায়েজী তার ফেসবুকে পোস্ট করে লিখেন, অদৃশ্যশক্তির জোরে ফেনীতে ক্রীড়া সংস্থার কমিটি হয়েছে। প্রস্তাবিত কমিটি আর অনুমোদিত কমিটির মাঝে এমন তফাত সত্যিই চিন্তার বিষয়। এই ব্যাপারে ঊর্ধ্বতন সংশ্লিষ্টদের সঠিক হস্তক্ষেপের দাবি জানান তিনি।
কমিটির ধূম্রজাল নিয়ে জেলার তরুণ খেলোয়াড়দের মাঝেও দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। সাজ্জাদ মিরাজ নামে এক খেলোয়াড় বলেন, নতুন বাংলাদেশে আমরা চেয়েছিলাম সংস্কার। ক্রীড়া সংস্থার কমিটি নিয়ে এমন বিতর্ক আমাদের মনোবল নষ্ট করছে। ক্রীড়াঙ্গনের সাথে সংশ্লিষ্ট যোগ্য সংগঠকদের নিয়ে দ্রুত জনমত সমর্থিত কমিটির দাবি জানান তিনি।
ডিসির পাঠানো প্রস্তাবিত কমিটি প্রত্যাখ্যানের বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এ বিষয়ের কোনো সদুত্তর দেননি।
যার স্বাক্ষরিত ফেনী জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে, তার কাছে এই বিষয়ে জানার চেষ্টা করলে জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মো. আমিনুল ইসলামকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এমআই