দিনাজপুরের বিরামপুরে একটি ট্রাকের পিছনের মালামাল বহন করা বডির ভেতর প্লাস্টিকের তৈরি কার্টুনে বাধা ৪টি পাটের বস্তা থেকে ১৩১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটককৃতরা হলেন, নেত্রকোনা সদর উপজেলার শ্রীপুরবালী গ্রামের মৃত সালেক মিয়ার ছেলে জলিল মিয়া (২৫) ও ঝালকাঠি জেলার রাজপুর উপজেলার চল্লিশ কাউনিয়া গ্রামের লাল মিয়ার ছেলে খোকন শরীফ (৪০)।
মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে দিনাজপুরের বিরামপুর উপজেলার চন্ডিপুর নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে বিরামপুরে অভিযান চালায়। অভিযানকালে বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় বিরামপুর-দিনাজপুর মহাসড়কের উপরে চেকপোষ্ট স্থাপন করেন। এ সময় ৬ চাকা বিশিষ্ট একটি ট্রাকের পিছনের মালামাল বহন করা বডির ভেতর প্লাস্টিকের তৈরি কার্টুনে বাধা ৪টি পাটের বস্তা থেকে ১৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনে সংশ্লিষ্ট থাকায় দুজনকে ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটিকে জব্দ করা হয়েছে।
পরে গ্রেফতারকৃত আসামি, মালামাল ও জব্দকৃত ট্রাকটি বিরামপুর থানায় হস্তান্তরপূর্বক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিডি প্রতিদিন/জামশেদ