পঞ্চগড় রেল স্টেশনে সম্প্রতি নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন পানির ফোয়ারা। স্টেশনের সৌন্দর্যবর্ধন কাজের অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে এই ফোয়ারা নির্মাণ করা হয়।
ফোয়ারাটি স্টেশন চত্বরে ভিন্ন রকম আমেজ সৃষ্টি করেছে। দৃষ্টি আকর্ষণ করেছে বেড়াতে আসা পর্যটকদের। শীতকালীন ফুলের বাগান ঘেরা ফোয়ারাটি থেকে তীব্র গতিতে পড়ছে পানি। কৃত্রিম আলোকসজ্জায় সেই পানি নানা রঙ্গে হয়ে উঠছে রঙ্গীন। দর্শক বা আগত যাত্রীদের জন্য রয়েছে বসার ব্যবস্থা।
গত ২৫ জানুয়ারি ফোয়ারাটি উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। এসময় জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, পঞ্চগড় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর নেতা নাজিমউদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৯ লাখ টাকা ব্যয়ে এই ফোয়ারা নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজ তদারকি করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।
জেলা প্রশাসক সাবেত আলী জানান, পঞ্চগড় পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান। রেল স্টেশনটি চমৎকার। এত সুন্দর স্টেশন অন্য কোনো জেলায় নেই। তাই স্টেশনটির সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেশন ঘিরে আরও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই