বগুড়ায় ১৬ মাসের শিশু কন্যা হুমায়রা খাতুনকে হত্যার দায়ে পিতা জাকির হোসেনকে (৪৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বগুড়ার ১ম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন বগুড়ার শেরপুর উপজেলার উচুলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলী পোদ্দারের ছেলে।
জানা যায়, জাকিরের আগেরও একটি কন্যা সন্তান রয়েছে। পরে আরও একটি কন্যা সন্তান হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রাতে ১৬ মাসের শিশু কন্যা হুমায়রা খাতুনকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে গলা টিপে হত্যা করে। এরপর পাশের একটি ডোবার পানিতে ফেলে দেয়। পরে তার স্ত্রী রাবেয়া খাতুন মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কোন সদুত্তর দিতে পারেনি। বাড়ির লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে মেয়ে হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় তার স্ত্রী রাবেয়া খাতুন বাদি হয়ে জাকিরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় অভিযুক্ত জাকিরের সাজা হয়।
আইনজীবী অতিরিক্ত পিপি আরাফাত খাতুনে জান্নাত নীলা জানান, আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন ওই শিশু কন্যার মা রাবেয়া খাতুন।
বিডি প্রতিদিন/জামশেদ