বগুড়ার ধুনট উপজেলার বিলচাপড়ী এলাকায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আব্দুল করিম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার সন্ধ্যায় ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল এই অর্থদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমেল রিছিল জানান, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী এলাকার বাঙালি নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্দুল করিম নামের ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে অর্থদণ্ডের টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ