‘প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে অতি দ্রুত নির্বাচন দিন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পাশের দেশে অবস্থান নিয়ে নানা ষড়যন্ত্র করছে। এটি থেকে মুক্তি পেতে হলে অবশ্যই নির্বাচিত সরকারের হাতে নেতৃত্ব তুলে দিন এবং ফ্যাসিস্ট হাসিনার বিচার করতে হবে।’
আজ সোমবার দুপুরে সিরাজদিখান উপজেলার পাথরঘাটা মাঠে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এসব কথা বলেন।
নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সহ-সভাপতি ডা. জাহিদুল কবীর হিরন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক আলমগীর আলম, বাশাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মোহাম্মদ টিটু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিমেল মুল্লিক, মুন্সিগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সদস্য হাসান, সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা মিয়া, শ্রীনগর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইসমাইল আহমেদ টিপু, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম, কবি নজরুল কলেজের যুগ্ন আহ্বায়ক আবির হোসেন, যুবনেতা মাসুদ মোল্লা, যুবনেতা নাসির খান, সিরাজদিখান জিয়া মঞ্চ সহ সভাপতি সজিব, মৎস্যজীবীদলের সভা-সভাপতি মুজিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/জামশেদ