তারুণ্যের উৎসব উপলক্ষে শরীয়তপুরে দুইদিন ব্যাপী জেলা কৃষি ঋণ মেলা শুরু হয়েছে। আজ সোমবার শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমী মাঠে সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে ও শরীয়তপুর জেলা ব্যাংকার্স এসোসিয়েশনের সহযোগিতায় মেলা শুরু হয়।
কৃষি ব্যাংকের আঞ্চলিক মূখ্য ব্যবস্থাপক মেহেদী হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
মেলায় কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, পল্লী উন্নয়ন বিভাগসহ প্রায় ৫০টি স্টল বসেছে। এ সময় উপস্থিত বক্তারা সহজ শর্তে যাতে কৃষকরা ঋণ পেতে পারে সে ব্যবস্থা করতে সকল ব্যাংক ম্যানেজারদের অনুরোধ জানান।
বিডি প্রতিদিন/মুসা