নোয়াখালী সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে শনিবার রাতে শহীদ জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশিষ্ট সমাজসেবক আহসান উল্যাহ শামীম ও নুর হোসেন কইয়ুমের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে মোহাম্মদপুর স্পোর্টিং ক্লাব স্টিমারঘাট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
পূর্বচরবাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চরবাটা ইউনিয়ন বিএনপির সভাপতি অলি উদ্দিন সওদাগর, সুবর্ণচর উপজেলা যুব দলের সদস্য সচিব নুরুল হুদা, চরবাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহিম, চরবাটা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ভুট্রু এবং সহ উপজেলা-ইউনিয়নের নেতৃবৃন্দ। ধারাভাষ্যকার কাজল কালো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অতিথিরা বলেন, খেলাধুলা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মাদকাসক্তি থেকেও রক্ষা করে। আগামীর নেতৃত্ব দিতে হলে তরুণদের সঠিক পথে চালিত করতে হবে। তাই প্রতিটি ইউনিয়নে এ ধরনের খেলার আয়োজন করা উচিত।
বক্তারা আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পালিয়ে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যতই ষড়যন্ত্র করা হোক, বাংলাদেশের মানুষ তার জবাব দেবে। নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহানের সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চান।
অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বিডি প্রতিদিন/আশিক