নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জেলাব্যাপী ৬ দলীয় অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারী) গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।
ফাইনাল খেলায় পুরো খেলা গোলশূন্য থাকায় টাইব্রেকারের মাধ্যমে সমাপ্ত করা হয়। টাইব্রেকারে কোটালীপাড়া উপজেলা একাদশ (৫-৪) গোলের ব্যবধানে গোপালগঞ্জ সদর উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
সমাপনী অনুষ্ঠানের শুরুতে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে শাহাদতবরণকারী শহিদদের রূহের মাগফেরাত এবং আহত ছাত্র-জনতার রোগমুক্তি কামনায় প্রার্থনা করা হয়। পুরস্কার বিতরণ শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি আয়োজন সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য দুটো গঠনে ভূমিকা রাখে। জাতীয় পর্যায়ে এই আয়োজন তরুণ সমাজের দেশ গঠনে ভূমিকা রাখবে এবং আমাদের ক্রীড়ামোদী একটা সমাজ গড়ে তুলতে ভূমিকা রাখবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ গোলাম কবির, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, জেলা ক্রীড়া অফিসার মো. শাহীন সুলতান রাজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন