বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে অনতিবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শুক্রবার বিকালে মুন্সিগঞ্জের শ্রীনগরে জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, প্রয়োজনের সংস্কার করে আপনারা নির্বাচন দিন। অনির্বাচিত কোনো কিছুই ভালো নয়। নির্বাচনের মাধ্যমে আসলে তার একটা জবাবদিহিতা থাকে। আর মানুষ তখন সবকিছু করতেও স্বাচ্ছন্দ্য বোধ করে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি শিশির চৌধুরী আরিফ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক আলমগীর আলম, সাবেক সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ অন্যান্যরা।
বিডিপ্রতিদিন/কবিরুল