কুতুবদিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুর ৩টার দিকে দ্বীপের ধূরুং বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোইপ্রু মারমা এ অভিযানের নেতৃত্ব দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোইপ্রু মারমা জানান, উপজেলার ধূরুং বাজারে অভিযান পরিচালনার সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় নুর মদিনা বেকারির মালিককে ১০ হাজার এবং ভাই ভাই হোটেল মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেনসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
বিডি প্রতিদিন/এমআই