দিনাজপুরের বোচাগঞ্জে ২০১৭ সালে বন্যায় ভেঙে যাওয়ার ৭ বছর পার হলেও তুলাই খালের উপরের সেতুটি এখনো নির্মাণ হয়নি। ফলে ভেঙে যাওয়া সেতুর দুই পাশে পাকা সড়ক থাকলেও যোগাযোগ ব্যবস্থায় চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ।
জানা যায়, বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউপির বড়য়া গ্রামে তুলাই খালের উপর নির্মিত সেতুটি গত ২০১৭ সালে প্রবল বন্যায় ভেঙে যায়। তখন থেকেই বড়য়া, মালগাঁও, নেহালগাঁও, বিষ্টপুর, বড়গাঁও গ্রামের সাথে উপজেলার প্রধান সড়কের পুলহাটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ এই সড়ক দিয়ে স্বল্প সময়ে উপজেলার গঙ্গাপুর মেইন পাকা সড়কে যুক্ত হয়ে জেলা শহর দিনাজপুরসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতো।
কিন্তু সাত বছর পূর্বে সেতুটি ভেঙে যাওয়ার পর থেকেই হাজার হাজার মানুষকে প্রায় ৮/১০ কিলোমিটার রাস্তা ঘুড়ে উপজেলা শহর বা জেলা শহরে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ বেশি হচ্ছে মানুষের।
বড়য়া গ্রামের মো. শাহিনুর ইসলাম জানান, বড়য়াসহ পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ বিভিন্ন যানবাহনে সেতু পার হয়ে এই রাস্তা দিয়েই সহজেই বিভিন্ন জায়গায় যাতায়াত করতো। কিন্তু ২০১৭ সালের প্রবল বন্যায় সেতুটি ভেঙে পড়ার পর এখন পর্যন্ত নতুন করে নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উভয় পাশের পাকা রাস্তা থাকলেও শুধুমাত্র সেতুটির অভাবেই রাস্তাটি এখন তার জৌলুস হারিয়েছে। এক সময়ের ব্যস্ত সড়কটি সেতুর অভাবে সুনসান রাস্তায় পরিণত হয়েছে।
এ ব্যাপারে বোচাগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবীর জানান, বড়য়া গ্রামের ভেঙে যাওয়া সেতুটি নতুন করে নির্মাণ করার জন্য একটি প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই