বগুড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালে শহরের ৭ ও ১৬ নং ওয়ার্ডে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার বজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সমাজসেবা সম্পাদক আব্দুল হামিদ বেগ, ১৬ নং ওয়ার্ড সভাপতি রেজাউল করিম রেজা, নায়েবে আমীর সারভি উল আলম সুমন, সেক্রেটারী মনসুর আলী, মশিউর রহমান, সাজ্জাদ হোসেন লেমন প্রমুখ।
অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭নং ওয়ার্ডের উদ্যোগে পিটিআই মোড় এলাকায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন। উপস্থিত ছিলেন ইলিয়াস মাগদুম, ফিরোজ আহম্মেদ, রিপন হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ