বগুড়ায় স্ট্রান্ডেড পিপুল’স জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) এর উদ্যোগে বিভিন্ন ক্যাম্পে বসবাসরত ২৫০জন উর্দুভাষী অসহায় জনগোষ্ঠীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় শহরের কলোনী সংগঠন কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসপিজিআরসি বগুড়া জেলা কমিটির সভাপতি মো. আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল কালামের সার্বিক তত্ত্বাবধানে এবং সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম শওকত আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসপিজিআরসি জেলা কমিটির প্রধান উপদেষ্টা লায়ন আতিকুর রহমান মিঠু, আইন উপদেষ্টা ফেরদৌসী আরা রুনা, এ্যাডভোকেট জহুরুল ইসলাম জিয়া।
এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি শাহনেওয়াজ খান হিরু, সহ-সভাপতি মো. আফজাল, ওয়াসি আহম্মেদ চুন্নু, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসগর, প্রচার সম্পাদক আফরোজ আলম, দপ্তর সম্পাদক হাসনাইন, অর্থ সম্পাদক মো. নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ইব্রার আলী ভূট্টু, তাসাউয়ার, রুস্তম, মো. আইনুল প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ