কুতুবদিয়ায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে বিক্রির দায়ে ইলিয়াস নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে দ্বীপের কৈয়ারবিল ইউনিয়নে উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মো. সাদাত হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়।
অর্থদণ্ড পাওয়া ইলিয়াস কৈয়ারবিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নুরুল হোছাইনের ছেলে। অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল।
বিডি প্রতিদিন/নাজিম