'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়পুরহাটে ১০ দিনব্যাপী 'তারুণ্যের উৎসব' মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে শহরের সার্কিট হাউজ মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সবুর আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ প্রমুখ।
এ মেলায় ৬০টি স্টল রয়েছে। এখানে উদ্যোক্তারা নিজেদের তৈরি হস্ত, বস্ত্র, কটির শিল্প, পিঠা-পুলিসহ বিভিন্ন খাবার ও তৈজসপত্র নিয়ে বসেছেন।
বিডি প্রতিদিন/মুসা