কুমিল্লার লাকসামে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত পৌনে বারোটার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভৈষকোপালিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলে থাকা অন্য একজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- লাকসাম পৌরসভার গুনতি গ্রামের শফিকুর রহমানের ছেলে তাবারক উল্লাহ মালু (৪২) ও উত্তরকুল গ্রামের আবু তাহেরের ছেলে মাসুদ (২৮)। গুরুতর আহত মাসুকুর রহমান বাবুকে (২৮) কুমিল্লার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
জানা যায়, তিনজন যুবক মোটরসাইকেলে করে লাকসাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভৈষকোপালিয়া পৌঁছলে নোয়াখালীগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবারক উল্লাহ মালু (৪২) ও মাসুদ (২৮) মারা যান। দুঘটনায় মাসুকুর রহমান বাবু (২৮) গুরুতর আহত হন।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ