নেত্রকোনার দুর্গাপুরে বাড়িতে ছুটি কাটাতে এসে দুর্বৃত্তদের হামলায় শফিকুল ইসলাম (৪৫) নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এর আগে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়ায় একটি গলির মাঝে সড়কে এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর থানায় কর্মরত ছিলেন। স্ত্রী সন্তানদের নিয়ে পৌর শহরের বাগিচা এলাকায় বসবাস করতেন।
ঘটনার পর স্থানীয় একটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ৬টা ২১ মিনিটে পানের আড়ত সংলগ্ন সড়কে আগে থেকেই অবস্থান নিয়ে রাখা কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে ঘেরাও করে হাত-পায়ে কোপাতে শুরু করে। এ সময় তিনি একাধিকবার পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ঘিরে ধরে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এরপর রাত ৯টার দিকে ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, নিহতের ছোট ছেলে রাফিউল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় ছুটিতে দুর্গাপুর এসেছিলেন তার বাবা। শুক্রবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে ময়মনসিংহে একটি ভাড়াবাড়িতে ওঠার কথা ছিলো তাদের। তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা বাবার উপর হামলা করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া জানান, এসআই শফিকুল ইসলাম জামালপুরে কর্মরত ছিলেন। গত ৮ জানুয়ারি ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। আজকে (বৃহস্পতিবার) সন্ধ্যার পর দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করলে স্থানীয়রা উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাত ৯টার পর সেখানে তার মৃত্যু হয়। এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি।
তবে আলামত হিসেবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভিডিও দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এমআই