‘বাংলাদেশকে বদলাই-পৃথিবী বদলাই’ এই শ্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে একমাস ব্যাপী তারুণ্যের উৎসব উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুইহারীস্থ চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজে তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাকিল আহমেদ।
তারুণ্যের উৎসব উদ্বোধনকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাকিল আহমেদ বলেন, এই উৎসব কর্মসূচির মধ্যে রয়েছে, পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ও প্রতিষ্ঠান প্রাঙ্গনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে পলিথিন, প্লাস্টিক বর্জন ও পরিবেশে সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে স্কুল ছুটির পর শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে তারুণ্যের উদ্ভাবনী সক্ষমতা বাড়ানো সম্ভব হবে বলে আমাদের বিশ্বাস। শিক্ষকরা এই কার্যক্রম প্রতিনিয়ত মনিটরিং করবেন এবং তা একমাস পর বিজয়ীদের পুরষ্কৃত করা হবে।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান মো. আফজাল হোসেন। শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে তারুণ্যের উৎসবের সার্বিক তত্ত্বাবধান করেন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও দিনাজপুরের বিশিষ্ট রেফারী মো. ওবায়েদুর রহমান।
বিডি প্রতিদিন/জামশেদ