জামালপুরে অসহায়, দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জামালপুর ব্যাটালিয়ন।
মঙ্গলবার দুপুরে ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠ প্রাঙ্গণে শতাধিক অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির সহকারী পরিচালক মুহাম্মদ শামসুল হক, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিজিবি দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সমাজের অসহায় গরীব, দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে যাচ্ছে। ইতিমধ্যে ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়ন বিওপি পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে পাঁচ শতাধিক অসহায়, দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। এসব অসহায় মানুষের পাশে বিজিবির পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/হিমেল