"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানে কুতুবদিয়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোইপ্রু মারমার নেতৃত্বে র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে ইউএনও ক্যাথোইপ্রু মারমা বলেন, "এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে শুরু হচ্ছে তারুণ্য উৎসব। আমরা যদি নিজেদের বদলাতে পারি তাহলে দেশ বদলে যাবে। একটি নতুন পৃথিবী গড়ে উঠবে। আমরা এক সাথে সবাই মিলে নতুন পৃথিবী গড়ে তুলব।
বিডি প্রতিদিন/এএম